দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দুই বড় স্বপ্নে চোখ রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই স্বপ্ন দুট হলো বিশ্বকাপ জয় ও প্রিয় জর্জিনা রদ্রিগেজকে বিয়ে।২০২৬ বিশ্বকাপের আগে জীবনের এই দুই লক্ষ্য নিয়েই নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ভাবনাটা অনেক আগেই তার মাথায় এসেছিল। তবে পরিবারের উপস্থিতিতে ঘটে যাওয়া এক আবেগঘন মুহূর্তে তিনি বিষয়টি চূড়ান্ত করেন।
রোনালদো বলেন, “একদিন আমার বাচ্চারা জিজ্ঞেস করল যে, ‘বাবা, মা’কে আংটি কবে দেবে?’ ওদের সেই প্রশ্নটাই যেন সব বদলে দিল।”
এরপর ২০২৫ সালের আগস্টে জর্জিনা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। হাতে ঝলমল করছে ৩৫ ক্যারেটের হীরার আংটি, যার দাম প্রায় ৫০ লাখ ডলার। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, পরের জীবনেও।”
রোনালদো চান, তাদের বিয়ের দিনটি যেন ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের সঙ্গেই প্রতীকীভাবে মিলে যায়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ শেষ করে ট্রফি হাতে নিয়েই নতুন জীবনের পথে হাঁটবেন তিনি।
সবকিছু পরিকল্পনামতো এগোলে রোনালদোর জন্য সেটি হবে এক স্বপ্নময় সমাপ্তি। একদিকে মাঠে শেষ বিশ্বকাপ, অন্যদিকে জীবনের সবচেয়ে বড় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















