বুধবার (১৭ সেপ্টেম্বর) আলিয়াঞ্জ অ্যারেনায়, বায়ার্ন মিউনিখ আর চেলসির ম্যাচের শুরুটা হয় চেলসির জন্য দুর্ভাগ্য দিয়ে। ২০ মিনিটে মাইকেল ওলিসের কাটব্যাক ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ট্রেভোহ চালোবাহ, যা স্বাগতিকদের এগিয়ে দেয়। এরপরই আরেক ধাক্কা—বক্সের ভেতরে মিডফিল্ডার কাইসেদোর ফাউলে পেনাল্টি পায় বায়ার্ন। সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন দলের অধিনায়ক হ্যারি কেইন।
তবে খুব বেশি দেরি হয়নি চেলসির জবাবে। ২৯ মিনিটে কোল পালমারের গোলে ব্যবধান কমায় অতিথিরা। প্রথমার্ধে গোলের আর কোনো সুযোগ তৈরি না হলেও ম্যাচ জমে ওঠে টানটান উত্তেজনায়।
দ্বিতীয়ার্ধে অবশ্য বায়ার্ন পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়। ৬৩ মিনিটে মালো গুস্তোর মারাত্মক ভুলে আবারও কেইনের কাছে বল পৌঁছে যায়। এই সুযোগ হাতছাড়া করেননি ইংলিশ স্ট্রাইকার। সহজ গোল করে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল উপহার দেন।
এর মাধ্যমে বিশেষ কীর্তিও গড়েছেন কেইন। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তিনি এখন তৃতীয় খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়ন্স লিগে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করার অনন্য রেকর্ড গড়লেন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ২০১২ সালের সেই জয়ের পর থেকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর সাফল্যের মুখ দেখেনি চেলসি। এক দশকেরও বেশি সময় ধরে জার্মান চ্যাম্পিয়নদের কাছে একের পর এক হারের হতাশা সঙ্গী হয়েছে ইংলিশ ক্লাবটির। চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও একই দৃশ্যপট—গ্রুপপর্বের ম্যাচে বাভারিয়ানদের কাছে ৩-১ গোলে হারতে হয়েছে ব্লুজদের।
