জার্মানির বুন্দেসলিগায় গোল উৎসব করেছে এফসি বায়ার্ন মিউনিখ। হোলস্টেইন কিয়েলের মাঠ থেকে ৬-০ গোলের জয় নিয়ে ফিয়েছে বায়ার্ন। তবে ম্যাচের অন্যতম আলোচিত চরিত্র জামাল মুসিয়ালা। ম্যাচ শুরুর সাথে সাথেই ২১ বছর বয়সি এই মিডফিল্ডারের গোল। তার করা ১৪ সেকেন্ডের গোল বুন্দেসলিগার ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল।
প্রমোশন পেয়ে জার্মানির শীর্ষস্তরে উঠে আসা হোলস্টেইনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বায়ার্ন। মুসিয়ালার শুরুর পর হ্যারি কেইনের প্রথম গোলের পর প্রতিপক্ষের আত্নঘাতি গোলে ৩-০ তে এগিয়ে যায় বায়ার্ন। পরে হেইনের আরও দুই গোলের পাশাপাশি দলের পক্ষে স্কোর শিটে নাম তোলেন মাইকেল ওলিস।
ক্যারিয়ারে একটা শিরোপার প্রত্যাশায় গত মৌসুমে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু বুন্দেসলিগা কিংবা কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও শিরোপা জেতা হয়নি বাভারিয়ানদের।
এবার দারুণ ছন্দ নিয়ে মৌসুম শুরু করেছে জার্মান পরাশক্তিরা। আর কেইনও দেখা পেলেন হ্যাটট্রিকের। দাপুটে এই জয়ে তিন ম্যাচে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। বায়ার্নের বড় জয়ের দিন বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন ৪-১ গোলে হারিয়েছে হফেনহেইমকে। লেভারকুসেনের হয়ে জোড়া গোল করেছেন বোনিফাসে। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তোলেন টেরিয়ের ও ভাইরটজ। হফেনহেইমের পক্ষে একটি গোল শোধ করেন বোরিশার।