উভয়ার্ধে একটি করে গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে স্বস্তির জয় এনে দিয়েছেন হ্যারি কেন। নিজেদের মাঠের এ খেলায় বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে লেভারকুসেনকে। অল জার্মান ক্লাবের এ ম্যাচের অন্য গোলটি করেন জামাল মুসিয়ালা।
এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। এ জয়টি বায়ার্নের জন্য স্বস্তিরও বটে। সাত ম্যাচ পর এই প্রথম লেভারকুসেনের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে বায়ার্ন মিউনিখ।
সফরকারী লেভারকুসেনের জন্য এ ম্যাচটি ছিল খুবই হতাশার। একের পর এক ভুল খেলা আর বাজে ডিফেন্ডিংয়ের মাঝ দিয়ে লেভারকুসেন এ মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচ উপহার দিয়েছে। তাদের ব্যর্থতার মাঝে একের পর এক গোল করেছে বায়ার্ন।
আগামী মঙ্গলবার উভয় দল ফিরতি লেগের খেলায় মুখোমুখি হবে। উভয় লেগ মিলে এগিয়ে থাকা দলটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টার মিলান বা ফেয়েনুর্ডের মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















