বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের সেই দাপট আর এ বছর দেখা যাচ্ছে না। ঘরোয়া লিগে নিজেদের অবস্থান ধরে রাখতে নাভিশ্বাস উঠেছে এই দলটির। শনিবার রাতে নিজেদের মাঠে হ্যারে কেইনের জোড়া গোলে আরবি লিপজিগকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। এর মধ্যে একটি গোল আসে ইনজুরির কারণে যোগ করা সময়ে।
আরবি লিপজিগের বিপক্ষে এ জয়ের মাঝ দিয়ে বায়ার্ন মিউনিখ আবার জয়ের ধারায় ফিরেছে। সব ধরণের প্রতিযোগিতায় তিন ম্যাচ হারের পর এটি তাদের প্রথম জয়। বুন্দেসলিগায় গত দুই ম্যাচে হেরেছে তারা। তার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে লজ্জায় ডুবতে হয়েছে তাদের।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে হ্যারি কেনের গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে বেশিক্ষণ এ গোলের স্বস্তি তাদের ছিল না। ৭০ মিনিটে বেঞ্জামিন সেসকো লিপজিগের পক্ষে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। ফলে আরো এক ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল বায়ার্ন মিউনিখের। শেষ পর্যন্ত সেই হ্যারি কেন আবার ত্রাতা হন। ৯১ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন।
জয় সত্ত্বেও পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেন থেকে অনেকটা পিছিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২৩ ম্যাচ থেকে লেভারকুসেনের সংগ্রহ ৬১ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৫৩ পয়েন্ট।