বায়ের লেভারকুসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ৩-০ গোলে জয় পাওয়া দলটি অ্যাওয়েতে মঙ্গলবার রাতে ২-০ গোলে জয় পেয়েছে। ফলে ৫-০ গোলের জয় নিয়ে বায়ার্ন শেষ আটে পা রেখেছে। সেখানে তারা ইন্টার মিলানের মুখোমুখি হবে।
বায়ার্নের এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হ্যারি কেন। দুই গোলের জয়ে একটা গোল তিনি করেছেন, অন্যটার রূপকার ছিলেন।
দুই জার্মান ক্লাবের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য ছিল বায়ার্ন মিউনিখের। এমনিতে ঘরোয়া লিগে বায়ার্ন মিউনিখ নেতৃত্ব দিচ্ছে। এরই মধ্যে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে। লেভারকুসেন থেকে অনেকটা এগিয়ে তারা। ফলে এ ম্যাচেও জয় নিয়ে কোনো শঙ্কা ছিল না তাদের।া
তবে গোলের জন্য বায়ার্ন মিউনিখকে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল। ৫২ মিনিটে কেন গোল করে দলকে এগিয়ে নেন। চ্যাম্পিয়ন্স লিগে এটা তার দশম গোল। এ গোলের মাঝ দিয়ে একটা কীর্তিও গড়েছেন। প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ইউরোপের কোনো প্রতিযোগিতায় এক মৌসুমে ১০ গোল করার রেকর্ড গড়েছেন। ৭১ মিনিটে তার তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে আলফনসো ডেভিস ব্যবধান দ্বিগুন করেন।