হ্যারি কেনের স্বপ্ন এখন দ্বিতীয় শিরোপা

ক্যারিয়ারে প্রথমবারের শিরোপা জয়ের স্বাদ হ্যারি কেনের শিরোপার ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগার শিরোপা জয়ের পর নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন হ্যারি কেন। দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

পয়েন্ট টেবিলে আগে থেকে আধিপত্য ছিল বায়ার্ন মিউনিখের। সর্বশেষ ম্যাচে জয় পেলেই তারা শিরোপা উৎসব করতে পারতো। কিন্তু সে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় বায়ার্নের শিরোপা উৎসব পিছিয়ে যায়। পরের দিন অর্থা রোববার ফ্রেইবুর্গের সঙ্গে বায়ার লেভারকুজেন পয়েন্ট ভাগাভাগি করায় মাঠে না থাকা সত্ত্বেও বায়ার্নের শিরোপা জয় নিশ্চিত হয়।

ইংল্যান্ডের অধিনায়ক বায়ার্নের হয়ে ৬০ ম্যাচে ৬০ গোল করে লিগ রেকর্ড গড়েছেন। ৩১ বছর বয়সী এ ইংলিশ তারকা প্রথম দুই মৌসুমেই বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়েছেন। টটেনহাম হস্পারের সাবেক এই খেলোয়াড় এরই মধ্যে ক্লাব ফুটবলে ৪০০ গোল করেছেন। এরই মধ্যে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার কীর্তিও গড়েছেন।

হ্যারি কেন বলেন, আগামী শনিবার আমরা অ্যালিয়াঞ্জ অ্যারেয়াতে অনুষ্ঠিতব্য উৎসবের জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা দারুণ এক ব্যাপার। এখন আমরা পরবর্তী শিরোপা জয়ের জন্য অপেক্ষা করছি। আশা করছি আমরা দ্রুতই দ্বিতীয় শিরোপার দেখা পাব।’

Exit mobile version