বুন্দেসলিগায় শনিবার রাতে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। এ উৎসবে নেতৃত্ব দিয়েছেন হ্যারি কেন। করেছেন হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে নিজেদের মাঠের খেলায় মেইঞ্জকে ৮-১ গোলে হারিয়েছে বায়ার্ন। একই সঙ্গে হ্যারি কেন রেকর্ডও গড়েছেন।
টটেনহাম হটস্পার থেকে এ মৌসুমে হ্যারি কেন রেকর্ড ১০৯ মিলিয়নে বায়ার্ন মিউনিখে যোগ দেন। বুন্দেসলিগায় প্রথম মৌসুমে ভিন্ন আট ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েছেন এ ইংলিশ স্ট্রাইকার। পাশাপাশি বুন্দেসলিগায় প্রথম মৌসুমে উই সেলারের গড়া ৩০ গোলের কীর্তি ছুঁয়েছেন।
ইংলিশ অধিনায়ক গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে জোড়া গোল করেছিলেন। যা ল্যাজিওকে ৩-০ গোলে হারিয়ে বায়ার্নকে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে।
এ জয়ের ফলে বায়ার্ন মিউনিখ ২৫ খেলায় ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সংগ্রহ ২৪ ম্যাচে ৬৪। ফলে বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের সম্ভাবনা খুব কম। তাছাড়া সময়টাও তাদের ভালো যাচ্ছে না। লিগের গত চার ম্যাচে মাত্র একটা জয় তাদের।
ম্যাচে ত্রয়োদশ মিনিটে কেন দলের হয়ে প্রথম গোল করেন। এ অর্ধেই তিনি নিজের দ্বিতীয় গোল পেয়ে যান। তবে হ্যাটট্রিকের জন্য তাকে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কেনের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেছেন লিওন গোরেজকা। একটি করে গোল করেছেন থমাস মুলার, জামাল মুসিয়ালা ও সার্জ গ্যাব্রি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















