ইউরোপা লিগে দুর্দান্ত শুরু করেছে টটেনহাম, দশ জনের দল নিয়েও কারাবাখের বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে। ম্যাচটি শুরু হওয়ার ৩৫ মিনিট বিলম্ব হয়েছিল ট্র্যাভেল সমস্যার কারণে। তবে ম্যাচের সপ্তম মিনিটেই টটেনহাম ডিফেন্ডার রাদু দ্রাগুসিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এরপরও পাঁচ মিনিটের মধ্যে টটেনহাম গোল পেয়ে যায়। ডমিনিক সোলাঙ্কে বল পাস দিলে ব্রেনান জনসন নিশ্চিতভাবে জালে বল পাঠান। এটি জনসনের টানা তৃতীয় ম্যাচে গোল।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে পাপে সারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে কয়েক মিনিট পর কারাবাখ একটি পেনাল্টি পেলেও টোরাল বায়রামভের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
কারাবাখ বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও টটেনহামের গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিওর অসাধারণ সেভগুলো তাদের বঞ্চিত রাখে। ম্যাচের ৬৮তম মিনিটে সোলাঙ্কে দলের তৃতীয় গোলটি করেন। মাতেয়ুস কোচালস্কির হাত থেকে সন হিউং-মিনের শট ফিরলে, সেই বল ধরে সোলাঙ্কে নিশ্চিত ফিনিশিংয়ে গোলটি করেন।