১৩ বছরের বড় দুই নারীর সঙ্গে জড়িয়েছেন লামিনে ইয়ামাল

স্পেনজুডে তোলপাড়

মেসি পরবর্তী কে হবেন বার্সার কাণ্ডারি! সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তর যখন একটাই জিজ্ঞাসা তখন অনেক নামের ভীড়ে একজন লামিনে ইয়ামাল মশাল হাতে ধীরে ধীরে জায়গা করে নিলেন বার্সার একাদশে, ভক্তদের হৃদয়ে।

পরের গল্পটাতো সবার জানা। গত বছর ইউরো চ্যাম্পিয়নজয়ী স্পেন দলের প্রতিটা ম্যাচে আরেক তরুণ নিকো উইলিয়ামসকে সাথে নিয়ে প্রতিপক্ষের রক্ষণকে ছিঁড়েখুঁড়ে নিয়েছেন লামিনে ইয়ামাল। ফাইনাল শেষে ইউরোর শিরোপা উৎসব ছাপিয়ে আরও বড় ধামাকা দিলেন কোকড়া চুলের তরুণ এই খেলোয়াড়।

মাঠে যখন স্পেনের শিরোপা জয়ের উৎসব চলছে তখন ইয়ামালকে দেখা গিয়েছিলো তাঁর বান্ধবীর সঙ্গে। সেই বান্ধবী ছিলেন স্পেনের টিকটক তারকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যালেক্স পাদিয়া। পরে সেই সম্পর্ক ভেঙে যায়।

এর পরই নাকি, একের পর এক সম্পর্কে জড়িয়েছেন ইয়ামাল। শুধু তাই নয় সম্প্রতি প্রকাশ্যে আসা দুই নারী-ই ইয়ামালের চেয়ে বয়সে অনেক বড়। এদের একজন ৩০ বছর বয়সী ফ্লাইট অ্যাটেনডেন্ট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকেস। অন্যজন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ২৯ বছর বয়সী ক্লদিয়া বাভেল।

এই মুহূর্তে ফুটবল মৌসুম শেষের ছুটিতে আছেন বার্সা ফরোয়ার্ড। ঘুরে বেড়াচ্ছেন এপ্রান্ত থেকে ও প্রান্তে। কিন্তু মাঠের বাইরের এই আলোচনা বিতর্কের মুখে ঠেলে দিয়েছে ইয়ামালকে। সম্প্রতি ইতালিতে ছুটি কাটাতে যাওয়ার পর এক নারীর সাথে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্পেনের কয়েকটি মিডিয়া জানিয়েছে, ফ্লাইট অ্যাটেনডেন্ট একইসাথে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেসের সঙ্গে বেড়াতে গিয়ে ইয়ামাল বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হেলিকপ্টার, রিসোর্ট, সুইমিং পুল, নৌকাতে একসাথে বসে আছেন ইয়ামাল ও ফাতি।

ইয়ামাল অবশ্য দাবি করেছেন, ফাতি ভাস্কেস তার নয়, অন্য এক ফুটবলারের প্রেমিকা। অবশ্য ওই ফুটবলারের নাম প্রকাশ করেননি ইয়ামাল। কিন্তু যে ছবি পোস্ট করেছেন, তাতে অন্য কোন ফুটবলারকেই দেখা যায়নি।

সেই রেশ কাটতে না কাটতেই এবার এলো আরেক নারীর নাম। এই আলোচনা শুরু হয় স্প্যানিশ টিভি শো ট্রেড এ.আর–এ প্রকাশিত এক খবরের পর। গত ১৯ জুন তারা জানায়, ২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেল- ইয়ামালের সঙ্গে একটি ডেট আয়োজনের চেষ্টা করেছিলেন। যা নিয়ে ওই অনুষ্ঠান থেকে ফোনকলে যোগাযোগ করা হয় বার্সা তারকার সঙ্গে। অনুষ্ঠানে ইয়ামাল দাবী করেন যে তার সঙ্গে সাক্ষাৎ করতে অসংখ্য ক্ষুদে বার্তা’ পাঠিয়েছেন বাভেল। তবে লামিনে সব ধরনের আহবান প্রত্যাখ্যান করেছেন।

এর পর শুরু হয়েছে তোলপাড়। লামিনে ইয়ামালের সেই মন্তব্যের জবাব নিজের ইনস্টাগ্রামেই দিয়েছেন ক্লদিয়া বাভেল। যেখানে তিনি ইয়ামালের কথাকে মিথ্যা দাবি করে বলেছেন, একাধিক সামাজিক অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে। শুধু তাই নয়, ইয়ামাল-ই নাকি ক্লদিয়ার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, এমনকি দেখা করার জন্য জোরাজুরিও করেছে।

তবে বাভেল একটি বিষয় পরিষ্কার করে বলেছেন, তাদের সাথে কোন গোপন সাক্ষাৎ ঘটেনি, যতটুকু দেখা হয়েছে তার সবই হয়েছে সামাজিক অনুষ্ঠানে। ফলে তাকে এবং ইয়ামালকে ঘিরে যেন কোন ধরনের কুৎসিত ও মানহানিকর তথ্য পরিবেশন করা না হয়। বাভেল আরও জানান, তিনি কখনোই কোনো অপ্রাপ্তবয়স্কের সঙ্গে সম্পর্ক গড়েননি।

এদিকে, উভয় নারীর ব্যপারে সম্পর্ক থাকার বিষয়টি ইয়ামাল অস্বীকার করলেও ফাতি ভাসকেস ও ক্লদিয়া বাভেলকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ার আক্রমণ করে যাচ্ছে ইয়ামোলের ভক্তরা। অনেকে আবার নাকি প্রাণ নাশেরও হুমকি দিচ্ছে।

Exit mobile version