বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন ইউরোপজুড়ে। ছুটির মাঝেই ৩০ বছর বয়সী স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার ফাতি ভাজকেজের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই সম্পর্কের কথা জোরালোভাবে অস্বীকার করেছেন ইয়ামাল নিজেই।
স্প্যানিশ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, ইতালির সমুদ্রতটে একই সময় ছুটি কাটাচ্ছিলেন ইয়ামাল ও ফাতি। ইনস্টাগ্রামে দুজনের আলাদা পোস্টে লোকেশন ও সময়ের মিল থাকায় তৈরি হয় গুঞ্জন। পরে এক স্প্যানিশ সাময়িকীতে প্রকাশিত হয় দুজনের স্পিড বোটে ঘুরে বেড়ানোর ছবি, যেখানে দেখা যায় ফাতি ইয়ামালকে জড়িয়ে আছেন।
তবে ‘স্পোর্ত’-কে দেওয়া এক সূত্র জানায়, ইয়ামাল এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, “তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া কিছু নেই।” একই কথা জানিয়েছে সংবাদমাধ্যম ‘মার্কা’-ও। ভক্তদের বিরূপ প্রতিক্রিয়ায় হতাশা জানিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে ফাতি বলেন, “যারা কাউকে না চিনেই তার ক্ষতি চায়, তারা নিজেরাই অন্ধকারে বাস করে।”
ফাতি ভাজকেজ এর আগে বিমান সেবিকা হিসেবে কাজ করলেও এখন তিনি একজন সফল ইনফ্লুয়েন্সার ও লেখিকা। তার অনুসারী সংখ্যা মিলিয়নের বেশি। কিশোর বয়সে নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে লেখা বই তাকে জনপ্রিয় করে তোলে।
এর আগে ইয়ামালের প্রেমিকা ছিলেন আলেক্স পাদিয়া নামের তরুণী, যার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন কিছু ব্যক্তিগত কারণে। আপাতত, প্রেমের গুঞ্জনের চেয়েও ইয়ামাল বেশি ব্যস্ত ছুটির আনন্দ আর ব্রাজিলে সার্ফিংয়ের মজায়।