মৌসুমটা ভালো যায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের এক সময়কার দাপুটে দল ম্যানচেস্টার ইউনাইটেডের। পুরো মৌসুম জুড়ে হার ছিল তাদের নিত্য সঙ্গী। যার ফলে একটা সময় ম্যানইউ সমর্থকদের মনে রেলিগেশন আতঙ্ক পেয়ে বসেছিল। শেষ পর্যন্ত সেই লজ্জায় তাদের পড়তে হয়নি। রেলিগেশন থেকে রেহাই পেয়েছে। তবে গুলিটা কানের কাছ থেকে চলে গেছে। ১৫তম হয়ে লিগ শেষ করেছে। শেষ ম্যাচে সমর্থকদের আনন্দ এনে দিয়েছে। নিজেদের মাঠের খেলায় গতরাতে তারা অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে।
এ জয়ের ফলে ৩৮ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪২। ১৯৭৩-৭৪ মৌসুমের পর ম্যানইউ এতটা বাজে অবস্থায় লিগ শেষ করলো।
ম্যানইউয়ের এ জয়কে নাটকীয় বলা যায়। পয়েন্ট হারানোর সব বন্দোব্যস্ত হয়েছিল বলা যায়। অ্যাস্টন ভিলা তাদের ভালোভাবেই রুখে দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ম্যানইউকে আটকাতে পারেনি অ্যাস্টন ভিলা। শেষ ১৪ মিনিটে জোড়া গোল হজম করে তারা। ৭৬ মিনিটে আমাদ গোল করার পর স্কোরশিটে নাম লেখান ক্রিস্টিয়ান এরিকসেন। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।
এর আগে অবশ্য প্রথমার্ধে ঘটে এক হতবাক করার ঘটনা। বিরতির ঠিক আগে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন।
