১৫ কোটির ব্রুগ রুখে দিল শতকোটির বার্সাকে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

একদিকে বার্সেলোনা, অন্যদিকে ক্লাব ব্রুগ। ম্যাচের আগে ব্রুগার প্রেসিডেন্ট বার্ট বারহেগে দুই দলের পার্থক্য বোঝাতে বলেছিলেন, বার্সেলোনার বাজেট ১০০ কোটি ইউরোর কাছাকাছি। আমাদের বাজেট মাত্র ১৫ কোটি। ওদের একজন খেলোয়াড়ের বাজার মুল্য আমাদের পুরো দলের সমান। তবে মনে রাখতে হবে, এটা ফুটবল। এটা খেলা, আর এখানে যে কোনো কিছু ঘটতে পারে।’

প্রেসিডেন্ট বার্ট বারহেগে যে অযৌক্তিক কিছু বলেননি, তা ভালোভাবেই মাঠে প্রমাণ দিয়েছে ব্রুগের খেলোয়াড়রা। বার্সেলোনাকে রীতিমতো তটস্থ করে ছেড়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে তিন তিনবার বার্সাকে পেছনে ফেলে বেলজিয়ামের ক্লাবটি। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র নিয়ে ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

নিজেদের মাঠের খেলায় পুরো ম্যাচ জুড়ে বার্সেলোনাকে চাপে রেখেছিল ব্রুগ। শুধু চাপেই ক্ষান্ত থাকেনি একের পর এক গোল করেছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেন নিকোলো ট্রেসোলডি। থমকে যায় বার্সেলোনার সমর্থকরা। তবে বেশিক্ষণ নয়, মাত্র দুই মিনিটের জন্য। ফেরান টরেস অষ্টম মিনিটে গোল করে সমতায় ফেরান।

বার্সেলোনার সমতার স্বস্তি বেশিক্ষণ থাকেনি। কার্লোস ফোর্বস ১৭ মিনিটে আবার ক্লাব ব্রুগকে এগিয়ে নেন। এই গোলটা বার্সেলোনাকে বড্ড বেশি পেরেশানিতে রেখেছিল। কেননা প্রথমার্ধে তারা গোল পরিশোধ করতে পারেনি। ৬১ মিনিটে লামিনে ইয়ামালের গোলে বার্সেলোনা সমতায় ফেরায়।

পয়েন্ট ভাগাভাগি সম্ভাবনাও জেগে ওঠে বার্সেলোনার। কিন্তু এই সম্ভাবনা মাত্র দুই মিনিট স্থায়ী হয়েছিল। ৬৩ মিনিটে ফোর্বস আবার গোল করেন ব্রুগকে ৩-২ গোলে এগিয়ে নেন। ৭৭ মিনিটে আত্মঘাতি গোলে বার্সেলোনা হার এড়ায়।

পয়েন্ট হারানোর ফলে চতুর্থ ম্যাচ শেষে বার্সেলোনা শীর্ষ দশের বাইরে চলে গেছে। একাদশতম স্থানে রয়েছে তারা। ক্লাব ব্রুগের চার ম্যাচে চার পয়েন্ট।

Exit mobile version