পরপর দুই মিনিটে জোড়া গোল করেন হালান্ড
সর্বশেষ ১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপে নরওয়ে । বাছাই পর্বে সীমাবদ্ধ থেকেছে তাদের বিশ্বকাপ মিশন। অবশেষ আর্লিং হালান্ডের হাত ধরে তিন দশক পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে দেশটি। রবিবার রাতে অ্যাওয়েতে ইতালিকে হারিয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। পিছিয়ে পড়ার পরও ৪-১ গোলে জয় পেয়েছে তারা। হালান্ড করেছেন জোড়া গোল। পরপর দুই মিনিটে দুই গোল করেন তিনি।
হারের ফলে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ইউরো অঞ্চলের ‘আই’ গ্রুপে রানার্স আপ হয়েছে। ফলে তাদেরকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে প্লে অফের বাধা পার হতে হবে।
নরওয়ের আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছিল। আর ইতালির প্লে অফে। তবে শেষ ম্যাচের ওপর তাদের ভাগ্য কিছুটা হলেও নির্ভর করছিল। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে এ ম্যাচে ইতালির সামনে জয়ের বিকল্প ছিল না। আবার যেনতেন জয় নয়, ব্যবধান বড় হতে হতো। তবে নরওয়ে ইতালিকে অতসব জটিল হিসাবের মধ্যে ঠেলে দেয়নি। নিজেরা সরাসরি বিশ্বকাপের টিকিট নিয়ে ইতালিকে প্লে অফে ঠেলে দিয়েছে।
তবে ম্যাচটা বেশ উত্তেজনা ছড়িয়েছিল। কেননা গোল আগে করেছিল ইতালি। একাদশ মিনিটে পিও ইসপোসিতো গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নেয়। বিরতি পর্যন্ত এই ব্যবধান ভালোভাবে ধরে রেখেছিল ইতালি। কিন্তু ৬৩ মিনিটে অ্যান্তোনিও নুসা সমতাসূচক গোল করার পর ইতালির সব প্রতিরোধ ভেঙ্গে পড়ে। ৭৮ ও ৭৯ মিনিটে পরপর দুই গোল করেন হালান্ড। ইনজুরি সময়ে শেষ গোলটি করেন লারসেন।
এ ম্যাচে জোড়া গোলের মাঝ দিয়ে বাছাই পর্বে হালান্ডের গোল সংখ্যা হয়েছে ১৬। এর মাঝ দিয়ে তিনি এতদিন বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা হয়ে থাকা পোল্যান্ডের রবার্ট লেফানদোভস্কির পাশে এসে বসলেন।
