২০২৬ বিশ্বকাপে ফুটবলের অভিজ্ঞতা বদলে যেতে পারে: নেইমার

আসন্ন বিশ্বকাপ বাছাই ফুটবলে নেইমারকে বাইরে রেখে দল ঘোষণা করেছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তিনি দলে থাকবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের অভিজ্ঞতাই বদলে দিতে পারে বলে মনে করছেন ব্রাজিলের এই তারকা খেলোয়াড়।

উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের আসর বসবে। যুক্তরাষ্ট্র ও কানাডা বিভিন্ন দেশের নাগরিকরা বাস করে বিধায় সেখানে বহুমুখী সংস্কৃতির চর্চা হয়। যে কারণে উৎসব, আনন্দ আর শোভাযাত্রার যেন শেষ নেই। বিশ্বকাপ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ফাইনালও অনুষ্ঠিতত হবে এই দেশটিতে।

উত্তর আমেরিকায় ফুটবলের আয়োজন দেখে নেইমার দারুণ উচ্ছ্বসিত। নেইমার মনে করেন, আসন্ন ২০২৬ বিশ্বকাপ অন্যান্য আসরের তুলনায় সবচেয়ে বেশি উৎসবমুখর হবে। সেটি বিশ্বকাপের অভিজ্ঞতাই পাল্টে দিতে পারে তার ধারণা।

ডিজনিকে দেওয়া এক সাক্ষাতকারে নেইমার বলেন, আপনারা দেখবেন বিশ্বকাপ কেমন হবে। আমি মনে করি দারুণ এক বিশ্বকাপ হতে যাচ্ছে। এটা অনেক কিছু পাল্টে দিতে পারে। সবার জন্য এটা ভালো হবে।

নেইমার বলেন, তারা খেলার সময় এমন একটা পরিবেশ তৈরি যাতে করে দর্শকের সেখানে যাওয়া সার্থক হয়। যেমন, ব্রাজিলে ৯০ মিনিট খেলা, হাফটাইমে কিছুই হয় না। সবাই স্টেডিয়ামের বাইরে গিয়ে দাঁড়ায়। কারণ স্টেডিয়ামের ভেতর কিছু করা যায় না।

Exit mobile version