২০২৬ বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার কেন্দ্র ডালাসে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। সঙ্গে আছে কানাডা ও মেক্সিকো। তবে বিশ্বকাপের আন্তর্জাতিক ব্রডকাস্ট সেন্টার ডালাসে হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় দুই হাজার সংবাদ মাধ্যম প্রতিনিধি এখান থেকে নিজ নিজ দেশে সংবাদ প্রেরণ করবেন। বিশ্ব ফুটবল সংস্থা ফিফা আনন্দের সঙ্গে এ ঘোষণা দিয়ে বলেছে, ডালাসের বেইলি হুচিসন কনভেনশন সেন্টারে বিশ্বকাপ ফুটবলের আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র (আইবিসি) নির্বাচন করা হয়েছে।

বিশ্বকাপের এ আসরের আয়োজক হিসেবে যুক্তরাস্ট্রের সঙ্গে রয়েছে মেক্সিকো ও কানাডা। আগামী বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডালাসের বেইলি হুচিসন কনভেনশন সেন্টার বিশ্বকাপ সংক্রান্ত সংবাদ প্রেরণের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রায় দুই হাজার সাংবাদিকের জন্য চার লাখ ৮৫ হাজার বর্গফুটের জায়গা নিয়ে করা হয়েছে এই আয়োজন। এখানে দিনরাত ২৪ ঘন্টার জন্য ক্যাফেটেরিয়া, লাউঞ্জ, গিফট শপ, এক্সপ্রেস শিপিং, ব্যাংক, ড্রাই ক্লিনিং সেবা পাওয়ার সুযোগ থাকবে।

এবার নিয়ে ডালাসে দ্বিতীয়বারের মতো এমন জমকালো আয়োজন করা হচ্ছে। ১৯৯৪ সালে ইউএসএ বিশ্বকাপেও ডালাস এমন আয়োজন করেছিল।

আইবিসি সাত মাস ব্যাপী প্রায় ২০০০ হাজার সাংবাদিককে আতিথেয়তা দেবে। এটা ফিফার হোস্ট ব্রডকাস্টার, মিডিয়া পার্টনার, কনটেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট ও ফুটবল টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টের প্রধান কার্যালয় হিসেবে কাজ করবে।

এ ব্যাপারে ডালাসের মেয়র এরিক এল জনসন বলেন, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রের দায়িত্ব পাওয়ায় আমরা গর্বিত। বিশ্বকে চমকে দেওয়ার একটা দারুণ সুযোগও বটে।

Exit mobile version