সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৭ সাল পর্যন্ত মরুর ক্লাবটির সাথে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগিজ উইঙ্গার। আজ উভয় পক্ষের মধ্যে নতুন করে চুক্তি হয়েছে।
আগের চুক্তির মেয়াদ অনুযায়ী, গত ২৭ মে সৌদি প্রো লিগে আল ফাতেহ এর বিপক্ষে আল-নাসরের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! ঐ ম্যাচে আল-নাসরের জার্সিতে ৯৯তম গোল করেছিলেন সি-আর সেভেন। শততম গোলের দেখা না পেয়েই সৌদি আরব ছেড়ে যাচ্ছেন বলে ভক্তদের আহাজারি তৈরি হয়েছিলো। নতুন চুক্তির কারণে নিশ্চিতভাবেই সবচেয়ে বেশি খুশি হয়েছেন সি-আর সেভেনের অনুরাগীরা।
২০২২ সালের ডিসেম্বরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে আল নাসরে নাম লেখান রোনালদো। চলতি জুন মাসেই শেষ হচ্ছে বর্তমান চুক্তির মেয়াদ। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়ন করল আল নাসর।
সৌদি প্রো লিগে গত ২৭ মে আল ফাতেহ’র বিপক্ষে রোনালদোর গোলের পরও ৩-২ ব্যবধানে হেরেছিলো আল নাসর। ওই ম্যাচের পর সামাজিক যোগাযোমাধ্যমে লেখেন রোনালদো লেখেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’
এর পরই অনেকে ধারণা করেছিলেন, আল নাসর অধ্যায় শেষ করতে যাচ্ছেন সি-আর সেভেন। সে সময়ে গুঞ্জন ছিলো, ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলের কোন একটি ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন রোনালদো। পরে অবশ্য রোনালদো নিজেই বিষয়টি উড়িয়ে দেন।
এবার আল নাসরের সাথে নতুন চুক্তির পর রোনালদো লিখেছেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’
