২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদির ১৫ টি স্টেডিয়ামে

১০ বছর পর অর্থাৎ ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব; তা নিশ্চিত হয়েছিলো আগেই। কারণ তাঁরাই ছিলো সেই বিশ্বকাপের একমাত্র বিডার। কোনো সহযোগী দেশ ছাড়াই ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের আয়োজক হচ্ছে তাঁরা।

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দলের অংশগ্রহণে এই বিশ্বকাপ হবে সৌদি আরবের ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে। যার মধ্যে ৮টিই হবে সৌদির রাজধানী রিয়াদে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের বিড করার পর এই ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বিডের দলিল অনুসারে, প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রিয়াদ ছাড়াও আছে জেদ্দা, আল খোবার, আবহা ও ৫০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের নতুন শহর নিওম। রিয়াদেই থাকবে ৮টি স্টেডিয়াম। এর মধ্যে একটি নির্মাণের অপেক্ষাধীন কিং সালমান স্টেডিয়াম, যে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ।

Exit mobile version