২৫ লাখ পরিশোধে নিষেধাজ্ঞা মুক্ত ফকিরেরপুল, হতাশ ওয়ান্ডারার্স

অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। উজবেকিস্তানের এক ফুটবলারের পাওনা অর্থ পরিশোধ করায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা তাদের ওপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফা থেকে আনুষ্ঠানিক নির্দেশনাও পেয়েছে।

ক্লাবটির সাধারণ সম্পাদক আহমেদ আলী জানিয়েছেন, “আমাদের দলবদলে এখন আর কোনো বাঁধা নেই। ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফুটবল ফেডারেশন, আমাদের ক্লাব কর্মকর্তা সহ সকলকে ধন্যবাদ জানাই, সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।”

প্রিমিয়ার লিগের দলবদলের শেষ তারিখ ১৪ আগস্ট। হাতে মাত্র এক সপ্তাহ সময় থাকলেও ক্লাব কর্তৃপক্ষ এখন আশাবাদী। আহমেদ আলী বলেন, “আমাদের কয়েকজন খেলোয়াড় রয়েছে। আগামী কয়েকদিনে আরও খেলোয়াড় সংগ্রহ করব। বিদেশি খেলোয়াড়ও যোগাযোগ করছি। ফকিরেরপুল মাঠে নামবে এটা বলতে পারি।”

উল্লেখ্য, উজবেক ফুটবলারের পাওনা ছিল মোট ২৫ লাখ টাকা। সেই অর্থ দিতে গিয়ে বিপাকে পড়েছিলেন ক্লাব কর্মকর্তারা। দেশের শীর্ষ ফুটবল লিগে দল পরিচালনায় ন্যূনতম ৩-৪ কোটি টাকার প্রয়োজন, যা এখনো নিশ্চিত নয় ফকিরেরপুলের ক্ষেত্রে।

নিষেধাজ্ঞা কাটাতে না পারলে ফেডারেশনের পরিকল্পনা ছিল ঢাকা ওয়ান্ডারার্সকে প্রিমিয়ারে খেলানোর। তবে ফকিরেরপুল সময়মতো নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠায় ওয়ান্ডারার্সের সে সম্ভাবনা এখন শেষ হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন মৌসুমে আবারও মাঠে দেখা যাবে ফকিরেরপুলকে।

Exit mobile version