গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে ভুটান বাংলাদেশে আসতে রাজি হয়নি। ফলে বাংলাদেশকেই যেতে হবে ভুটানে। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
তার জন্য ৩০ আগস্ট থিম্পুয়ে উড়াল দেবে বাংলাদেশ ফুটবল দল। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও বাফুফে চাইছিল ম্যাচ দুটি দেশে খেলতে।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন,‘ভুটান বাংলাদেশে আসতে রাজি হয়নি। তাই থিম্পুতেই আমরা ম্যাচ দুটি খেলব।’ তবে এই দুই ম্যাচের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু কবে শুরু হবে সে বিষয়ে কিছুই বলতে পারেনি বাফুফে সম্পাদক।