প্রথমবারের মতো ৩২ দলের স্কেলে আয়োজন করা হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ, যা এবার মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রে। উদ্বোধনী ম্যাচে দেখা মিলেছে লিওনেল মেসির ইন্টার মায়ামির এবং মিশরীয় ক্লাব আল-আহলির মধ্যে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা খুশি হতে পারেন—কারণ সবগুলো ম্যাচই দেখা যাবে বিনামূল্যে অনলাইনে। স্ট্রিমিং সার্ভিস DAZN-এ (www.dazn.com) অথবা DAZN অ্যাপ (অ্যাপ স্টোর/গুগল প্লে) ব্যবহার করে সরাসরি খেলা উপভোগ করা যাবে, কোনো সাবস্ক্রিপশন বা পেমেন্ট ছাড়াই।
গ্রুপে দলগুলো কী কী—চলুন দেখে নিই:
- গ্রুপ ‘এ’: পালমেইরাস, পোর্তো, আল-আহলি, ইন্টার মায়ামি
- গ্রুপ ‘বি’: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল সাউন্ডার্স
- গ্রুপ ‘সি’: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
- গ্রুপ ‘ডি’: ফ্লামেঙ্গো, এসপেরান্সে, চেলসি, এলএ এফসি
- গ্রুপ ‘ই’: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরেই, ইন্টার মিলান
- গ্রুপ ‘এফ’: ফ্লুমিনেন্স, ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
- গ্রুপ ‘জি’: ম্যানচেস্টার সিটি, উইদাদ, আল আইন, জুভেন্টাস
- গ্রুপ ‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবুর্গ