ভিনিসিয়ুস জুনিয়র নাকি রদ্রি—এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড় নিয়ে প্রশ্নটা ছিল এ রকমই। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতেই উঠল এবারের ব্যালন ডি’অর।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ রাতের গল্পটা শুধু ট্রফি আর স্বীকৃতির নয়, বরং স্বপ্নপূরণেরও। এবার এক নজরে দেখে নেয়া যাক মাঠে ব্যাকলাইন থেকে শুরু করে আক্রমণভাগ অবধি প্রতিটি অংশে নিজেদের ছাপ ফেলে কারা জিতলেন সেরাদের সেরার পুরষ্কার-
মেয়েদের ব্যালন ডি’অর: স্পেন ও বার্সেলোনার আইতানা বোনমাতি
ছেলেদের সেরা কোচ: রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ কার্লো আনচেলত্তি
মেয়েদের সেরা কোচ: যুক্তরাষ্ট্র ও চেলসির এমা হেইস
গার্ড মুলার ট্রফি: রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন
সেরা গোলকিপার: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা তরুণ খেলোয়াড়: বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল
সক্রেটিস পুরস্কার: স্পেনের বিশ্বকাপজয়ী নারী দলের অধিনায়ক হেনি হেরমোসো
