চলতি প্যারিস অলিম্পিকসে প্রতিপক্ষের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৬ পয়েন্ট কেটে নেয় হয় কানাডার। কিন্তু তারপরও অলিম্পিক মেয়েদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। বুধবার রাতে গ্রুপ পর্বে শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।
ম্যাচে ৬১ মিনিটে জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে কানাডাকে এগিয়ে নেন ভ্যানেসা জিলেস। এই এক মাত্র জয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতলেও কানাডার পয়েন্ট দাঁড়ায় ৩। কারণ এর আগে, নিউজিল্যান্ড নারী ফুটবল দলের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে অলিম্পিক নারী ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে।
অবশ্য প্যারিস অলিম্পিকের আগেও কানাডা ছেলে ও মেয়েদের ফুটবল দল প্রতিপক্ষের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তি করেছে। ফিফা তাই অলিম্পিকে মেয়েদের ফুটবলে কানাডার ৬ পয়েন্ট কেটে রাখার পাশাপাশি তিন কোচকে এক বছর করে নিষিদ্ধও করে। এছাড়া তিনটি গ্রুপ থেকে সেরা তৃতীয় স্থানীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল ও কলম্বিয়া। বোর্দোয় স্পেনের কাছে ২-০ গোলে হারের পরও শেষ আটে ব্রাজিল।
