ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। কিন্তু বর্তমান মৌসুমে অতীতের ছায়া যেন। হারটা তাদের নিত্য সঙ্গী হয়ে পড়েছে। রবিবার রাতে তারা নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচ হারলো লিভারপুল। ১১ বছর পর এমন তিক্ত অভিজ্ঞতার স্বীকার হলো অল রেডসরা।
২০১৪ সালে একবার লিভারপুল টানা চার ম্যাচে হেরেছিল। এছাড়া ৪০০ দিন পর নিজেদের মাঠে প্রথম হারের দেখা পেল। এবারের লিগে লিভারপুলের এটা তৃতীয় হার। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। টেবিলে তাদের অবস্থান চতুর্থ। অন্যদিকে এ জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে ম্যানইউ নবম স্থানে উঠে এসেছে। আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৮ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে ম্যানসিটি দ্বিতীয় স্থানে।
অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের মাঠে জিততে ভুলে গিয়েছিল। ৯ বছর ব্যবধানে অ্যানফিল্ড থেকে তারা জয় নিয়ে ফিরেছে। ২-১ গোলের জয়। ৮৪ মিনিটে হ্যারি মাগুয়ারের হেড থেকে পাওয়া গোল রুবেন আমোরিমের দলকে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় এনে দেয়।
ব্রায়ান বিউমো দ্বিতীয় মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে নিয়েছিলেন। মাত্র ৬২ সেকেন্ডে গোলের দেখা পান তিনি। এই দুই দলের মধ্যে অ্যানফিল্ডে এটা সবচেয়ে দ্রুততম গোল। শুরুর এই গোলটা প্রথমার্ধ পর্যন্ত ভালোভাবে ধরে রেখেছিল ম্যানইউ।তবে ৭৮ মিনিটে কোডি গাপকো গোল করে লিভারপুলকে ম্যাচে ফিরিয়ে আনেন। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৪ মিনিটে হ্যারি মাগুয়ার গোল করে ম্যানইউকে জয় এনে দেন।
