অনন্য কীর্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর

পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করার ক্ষেত্রে অনন্য কীর্তি গড়েছেন।প্রথম খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি করেছেন তিনি।

শনিবার সৌদি সুপার কাপের ফাইনালে রোনালদোর দল আল নাসর টাইব্রেকারে আল আহলির কাছে হেরে গেছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আল নাসরের হয়ে গোল করেন রোনালদো। আর এখানেই তার আল নাসরের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ হয়। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। এর আগে রোনালদো রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে শতাধিক গোল করার কীর্তি গড়েন।

রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি ও জুভেন্টাসের হয়ে ১০১টি গোল করেন।

এর আগে কোনো খেলোয়াড় চারটি ভিন্ন ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। তবে তিনটি ক্লাবের হয়ে এমন কীর্তি গড়েছেন তিনজন। তারা হলেন স্পেনের ইসিদ্রো লানগারা ও ব্রাজিলের দুই তারকা রোমারিও এবং নেইমার।

গোলের মালা গেঁথে চলেছেন রোনালদো। তবে সৌদি ক্লাবের হয়ে এখনো কোনো ট্রফি জয় করতে পারেননি। টাইব্রেকারেও গোল করেছেন রোনালদো। তবে তার সতীর্থ আব্দুল্লাহ আল খাইবারি গোল করতে পারেননি। তাদের হারিয়ে আল আহলি এবারের সৌদি মৌসুমের প্রথম ট্রফি জয় করে নেয়।

পর্তুগালের জাতীয় দলের হয়েও রোনালদোর গোলের সেঞ্চুরি রয়েছে। ১৩৮ গোল করেছেন পর্তুগালের জার্সিতে।

Exit mobile version