অনুর্ধ্ব-১৭ বিশ্ব যুব ফুটবলে আজ উজবেকিস্তান, স্পেন ও ইকুয়েডর জয় পেয়েছে। উজবেকিস্তান ৩-০ গোলে কানাডাকে, স্পেন ১-০ গোলে মালিকে এবং ইকুয়েডর ২-০ গোলে হারিয়েছে মরক্কোকে। একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়া ও পানামা ১-১ গোলে ড্র করেছে।
স্পেনের এটা ছিল টানা দ্বিতীয় জয়। এ জয়ের ফলে দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে তারা ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে। স্পেনের হয়ে গোল করেছেন হার্নান্দেজ। মালি এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। উজবেকিস্তানের পয়েন্টও তিন। এ ম্যাচে উজবেকিস্তানের সাইদভ জোড়া গোল করেছেন। অন্য গোলটি ছিল আত্মঘাতি। কানাডা এখনো পয়েন্টের দেখা পায়নি।
এদিকে ‘এ’ ইকুয়েডর চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। মরক্কোর পয়েন্ট তিন। স্বাগতিক ইন্দোয়েশিয়ার এটা টানা দ্বিতীয় ড্র। প্রথম ম্যাচে তারা ইকুয়েডরের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল। পানামার পয়েন্ট এক।