অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ
চীনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে এ গ্রুপের খেলায় উড়ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর দ্বিতীয় ম্যাচে ব্রুনেই দারুস সালামকে উড়িয়ে দিয়েছে ৮-০ গোলের বড় ব্যবধানে। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিলো নাজমুল হুদা ফয়সালের দল।
বাংলাদেশ দলের পক্ষে জোড়া গোল করেছেন রিফাত কাজী। একটি করে গোল করেছেন অপু, ফয়সাল, মানিক, অপু, আলিফ ও বায়েজিত।
চোংকিং-এর ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে লাল-সবুজরা। ম্যাচের ১৩ মিনিটে আসে সাফল্য। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে জালে বল জড়ান ফরোয়ার্ড অপু রহমান।
ব্যবধান দ্বিগুন হতে অপেক্ষা মাত্র ১০ মিনিটের, এবার দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান আরেক ফরোয়ার্ড রিফাত কাজি।
আসিস্টের পর এবার গোলদাতা অধিনায়ক নিজেই, ৩৬ মিনিটে ডিফেন্ডার ইশান হাবিব রিদুয়ানের থ্রুকে গোলে পরিণত করতে ভুল করেননি নাজমুল হুদা ফয়সাল।
পরের মিনিটেই দূরপাল্লার শট থেকে ব্যবধান ৪-০ করেন বাংলাদেশ নাম্বার নাইন মোহাম্মদ মানিক।
বিরতে থেকে ফিরেও চললো গোল উৎসব। এই অর্ধেও যোগ হলো আরও চার গোল। ৪৯ মিনিটে দলের পঞ্চম ও আর নিজের দ্বিতীয় গোল করেন অপু রহমান।
জোড়া গোলে নাম লেখান আরেক ফরোয়ার্ড রিফাত কাজীও। প্রতিপক্ষ গোলরক্ষক ভুল করলেও, ভুল করেননি রিফাত। নাজমুল হুদা ফয়সালের নেয়া শটে ফিরতি শটে জালে বল জড়ান।
৭৬ মিনিটের সপ্তম গোলের অবদান মিডফিল্ডার মোহাম্মদ আরিফের। এবার যথারীতি হেডকোচ গোলাম রব্বানী ছোটন পরখ করলেন সাইড বেঞ্চ।
বদলি বায়েজিত বোস্তামি ম্যাচ শেষের ১১ মিনিট আগে করেন দলের অষ্টম ও শেষ গোলটি।
পুরো ম্যাচেই ব্রুনাইয়ের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে টিম বাংলাদেশ। গোলের সুযোগ নষ্ট হয়েছে, এমনকি একাধিক শট ফিরেছে বারপোষ্টে, তাতে ৮-০ গোলের ব্যবধানে সন্তুষ্ট থাকতে হয় লাল-সবুজের যুবাদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















