শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ ফিফা যুব বিশ্বকাপ ফুটবল। দারুণ জয়ে শুরু করেছে মালি। শুক্রবার উদ্বোধনী দিনে মামাদু ডোম্বিয়ার হ্যাটট্রিকে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
এশিয়ান প্রতিপক্ষ উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই মালির আধিপত্য ছিল। তবে গোলের জন্য তাদেরকে আধাঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। ৩০ মিনিটের সময় ডোম্বিয়া প্রথম গোল পান। অপর দুটো গোল পেয়েছেন দ্বিতীয়ার্ধে। তার একটি ছিল পেনাল্টি থেকে। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৭৫ মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন তিনি।
প্রথম দিনে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। অন্য ম্যাচে মরক্কো ২-০ গোলে পানামাকে, একই ব্যবধানে স্পেন কানাডাকে হারিয়েছে। ইন্দোনেশিয়া ও ইকুয়েডরের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
আগামী সোমবার মালি ‘বি’ গ্রুপের শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হবে। একই দিনে গ্রুপের অপর ম্যাচে উজবেকিস্তান মোকাবেলা করবে কানাডাকে।
উজবেকিস্তানের বিপক্ষে জয় ২০১৫ সালের রানার্স আপ মালিকে বেশ আশাবাদী করে তুলেছে। বিশেষ করে ডোম্বিয়ার হ্যাটট্রিক। তাদের বিশ্বাস ডোম্বিয়া নক আউট পর্বে অন্যদের সঙ্গে মালির ব্যবধান গড়ে দেবে।
বিশ্বকাপে আজও চারটি ম্যাচ রয়েছে। জাপান পোল্যান্ডের, ইংল্যান্ড নিউ ক্যালেডোনিয়ার, ব্রাজিল ইরানের এবং আর্জেন্টিনা সেনেগালের মুখোমুখি হবে।