অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে জার্মানি ও মালি কোয়ার্টার ফাইনালে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। ইন্দোনেশিয়ায় চলমান টুর্নামেন্টে আজ তারা ৩-২ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। একই সময়ে অন্য ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোল উৎসব করেছে আফ্রিকার দেশ মালি। ৫-০ গোলে জয় পেয়েছে তারা। আগের দিন ব্রাজিল ও স্পেন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল।

দূর্ভাগ্য যুক্তরাষ্ট্রের। জার্মানির বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল দেশটি। শুধু তাই নয়, বেশিরভাগ সময় খেলাও তারা নিয়ন্ত্রণ করেছে। জার্মানি যেখানে ৩৪ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেছে সেখানে যুক্তরাষ্ট্রের আধিপত্য ছিল প্রায় ৬৬ ভাগ সময়। দুইবার তারা খেলায় সমতা ফিরিয়েছে কিন্তু ৮৭ মিনিটে জার্মানির করা গোলটি তারা ফিরিয়ে দিতে পারেনি।

ম্যাচের চতুর্দশ মিনিটে চার্লেস হারমানের গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। দশ মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্র খেলায় সমতা ফিরিয়ে আনে। সমতা আসার পর ৩৪ মিনিটে জার্মানি আবার এগিয়ে যায়। ৮০ মিনিটে যুক্তরাষ্ট্র আবার সমতা ফেরায়। তবে ৮৭ মিনিটে জার্মানির করা গোলটি আর ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে ২-৩ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।

মেক্সিকোর বিপক্ষে মালি ম্যাচের শুরুতেই গোল উৎসব শুরু করে। মাত্র ১৫ মিনিটের মধ্যে তারা তিন গোলে এগিয়ে যায়। মাহমুদ বারি ৯ ও ১৩ মিনিটে জোড়া গোল করার পর ইব্রাহিম ডিয়ারা ১৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন। ৩৭ মিনিটে ইব্রাহি কানাতে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। আর বিরতির পর স্কোরশিটে নাম লেখান অ্যাঙ্গে টিয়অ।

Exit mobile version