বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজার দেখানো পথ ধরে এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছেন দুই প্রবাসী ফুটবলার এলমান মতিন ও আব্দুল কাদের।
আগামী ৯-১৮ মে ভারতের অরুণাচলে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলে জায়গা করে নেয়ার জন্য ইংল্যান্ড থেকে এলমান মতিন ও ইতালি থেকে আব্দুল কাদের বাংলাদেশে এসেছেন। আজ সকালে তারা ধানমণ্ডি ক্লাবে অনুশীলনের পর বিকেলে কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন।
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফাহমিদুলের মতো ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলেন কাদের আর এলমান খেলেন ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাবের বয়সভিত্তিক দলে।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিকভাবে ৩৫ সদস্যের তালিকা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে। সেই দলে আছেন এই দুই প্রবাসি ফুটবলারও। আজকের অনুশীলনে বাফুফ এলিট একাডেমির হেড কোচ গোলাম রব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও ছিলেন। তারা কেউই নতুন দুই ফুটবলার নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেননি।