অপরাজিত থাকার রেকর্ড গড়লো লেভারকুসেন

বুন্দেসলিগা

Soccer Football - Bundesliga - Bayer Leverkusen v 1.FSV Mainz 05 - BayArena, Leverkusen, Germany - February 23, 2024 Bayer Leverkusen's Granit Xhaka celebrates scoring their first goal with Florian Wirtz and Jeremie Frimpong REUTERS/Thilo Schmuelgen

এবারের বুন্দেসলিগাকে প্রতিদ্বন্দ্বিতাহীন করে তুলেছে বায়ার লেভারকুসেন। লিগ লড়াই শেষ হতে অনেকটা পথ বাকি থাকলেও শিরোপা জয়ের সম্ভাবনা তারা ক্রমেই জোরালো করে তুলেছে, দূরে সরিয়ে দিচ্ছে প্রতিদ্বন্দ্বীদের। শুক্রবার রাতে মেইঞ্জকে ২-১ গোলে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেলো।

শুক্রবার রাতে পাওয়া জয়ে বেয়ার লেভারকুসেন শুধু যে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে তা নয়, একটা রেকর্ডও গড়েছে। সব ধরণের প্রতিযোগিতা মিলে তারা টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছ।

২৩ ম্যাচ থেকে লেভারকুসেনের পয়েন্ট ৬১। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৫০। পয়েন্টের ব্যবধানে লেভারকুসেন যেমন বায়ার্নের ওপর আধিপত্য করছে তেমনি অপরাজিত থাকার রেকর্ডেও বায়ার্নকে পেছনে ফেলেছে। এর আগে টানা অপরাজিত থাকার কীর্তিটা ছিল এই বায়ার্নের। টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল তারা।

এইদিন দর্শকরা অসাধারণ এক ম্যাচ উপভোগ করেন। ম্যাচের বয়স সাত মিনিট হতে না হতেই উভয় দলই গোল পেয়ে যায়। যার ফলে ম্যাচে একটা ভিন্ন উত্তেজনার ইঙ্গিত পাওয়া যায়। শেষ পর্যন্ত অবশ্য গোলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকিনি।

গ্রানিত ঝাকা তৃতীয় মিনিটে গোল করে লেভারকুসেনকে এগিয়ে নিয়েছিলেন। চার মিনিট পর ডোমিনিক কোহর গোল করে সমতায় ফেরান। ৬৮ মিনিটে গোল করেন রবার্ট অ্যানড্রিখ। তার এ গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

Exit mobile version