বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ঢাকা আবাহনী লিমিটেডের সাবেক প্রধান কোচ জর্জ কোটান গত ২৫ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন। তবে ঢাকায় এই খবর পৌঁছায় ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশের একমাত্র সাফজয়ী এই কোচের মৃত্যুর খবরে তাঁর সাবেক শিষ্যরা শোক প্রকাশ করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোক জানালো একদিন পর।
এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী জানান, ” জনাব জর্জ কোটান মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি কাজী মো: সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি গন, কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটিসহ বাফুফের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। “
লাল-সবুজের জার্সিধারীদের দায়িত্ব নিতে ২০০০ সালে প্রথমবার ঢাকায় আসেন হাঙ্গেরিয়ান জর্জ কোটান। তার কোচিংয়ে ২০০৩ সালে প্রথম ও একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল বাংলাদেশ।
সেই বছর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের দায়িত্ব নেন। দায়িত্ব পেয়েই ক্লাবকে ফেডারেশন কাপের শিরোপা জেতান হাঙ্গেরিয়ান-অস্ট্রিয়ান এই কোচ। ২০০৯-১০ সালে পাকিস্তান ফুটবল দলের দায়িত্ব পান কোটান।
২০১৪ সালে আবারও বাংলাদেশে ফেরেন জর্জ কোটান। ঢাকায় ফিরে আসেন আবহানীর দায়িত্ব নিয়ে। কিছুদিন ধাকার পর চলে যান নিজ দেশে। স্ত্রীকে সঙ্গে নিয়ে আবারও ঢাকায় এসে ২০১৬ পর্যন্ত আবাহনীর দায়িত্ব পালন করেন।
বাংলাদেশকে সব সময়ই নিজের ‘সেকেন্ড হোম’ আখ্যা দিতেন তিনি। অথচ তার মৃত্যুর একদিন পর আজ (২৯.০৯.২০২৩) তাকে নিয়ে শোক প্রকাশ করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।