গোলের সঙ্গে যেন আড়ি হয়েছিল ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশের। অবশেষে সেই আড়ি ভেঙ্গেছে। গোলের দেখা পেয়েছেন তিনি। তার গোল পাওয়ার দিনে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠের খেলায় লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। অন্য গোলটি করেন ওমর মারমৌশ।
রেলিগেশন আতঙ্কে থাকা লেস্টার সিটিকে হারিয়ে ম্যানসিটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলার স্বপ্নটা ধরে রেখেছে। কোনো মতে টিকে আছে শীর্ষ চারে। ৩০ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৫১। সমান ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। আর তৃতীয় স্থানে থাকা নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৫৭।
চতুর্থ স্থানে থাকলেও মোটেও স্বস্তিতে নেই ম্যানসিটি। তাদের ওপর রীতিমতো তপ্ত নিঃশ্বাস ফেলে চলেছে নিউক্যাসল ইউনাইটেড, চেলসি আর অ্যাস্টন ভিলা। এই তিন দলের পয়েন্ট যথাক্রমে ৫০, ৪৯ ও ৪৮।
এদিন গোল পেতে মোটেও দেরি করেননি গ্রিলিশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলটি করেন তিনি। তবে তার এ গোলটি দেখার সৌভাগ্য হয়নি ম্যানসিটির অনেক সমর্থকের। কেননা টিকিটের মূল্য বৃদ্ধি প্রতিবাদে তারা তখন মাঠের বাইরে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাদের মাঠে ঢোকার আগে গ্রিলিশ গোলটি করেন। ওমর মারমৌশ গোল করেন ২৯ মিনিটে।
এ ম্যাচে ম্যানসিটির প্রাণ ভোমরা আর্লিং হালান্ড ছিলেন না। আরো কয়েকটা ম্যাচ তিনি থাকতেও পারবেন না। ইনজুরির কারণে কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।