অবশেষে গোলের দেখা পেলেন মেসি

মেজর সকার লিগ

লিওনেল মেসি

আগের ম্যাচে হারের তিক্ত স্বাদ হজম করতে হয়েছে ইন্টার মায়ামিকে। সেই হার লিওনেল মেসির দলকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় করে দিয়েছে। সেই ধাক্কা সামলে মেজর সকার লিগ (এমএলএস) রোববার দারুণ এক জয় পেয়েছে মায়ামি। ৪-১ গোলে হারিয়েছে নিউইয়র্ক রেড বুলসকে।

স্বস্তির এ জয়ের ম্যাচে প্রথমার্ধেই জয়ের কাজটা শেষ করে রেখেছিল মায়ামি। বিরতির আগেই তারা ৩-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে মায়ামি একটা মাত্র গোল পায়। আর সে গোল আসে লিওনেল মেসির পা থেকে। প্রথমার্ধে মায়ামির পাওয়া তিন গোলের মালিক ছিলেন ফাপা পিকল্ট, মার্সেলো ওয়েইগান্ট ও লুইস সুয়ারেজ।

এ ম্যাচের গোলের মাঝ দিয়ে গোলখরা কাটালেন মেসি। টানা চার ম্যাচ গোলশূন্য থাকার পর এ ম্যাচে গোলের দেখা পেয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এর আগে নবম মিনিটে ফাপা পিকল্ট, ৩০ মিনিটে মার্সেলো ওয়েইগান্ট ও ৩৯ মিনিটে লুইস সুয়ারেজে গোল করেন।

এ জয়ের ফলে ১০ ম্যাচ শেষে মায়ামির পয়েন্ট ২১। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়।

Exit mobile version