অবশেষে জয়ের দেখা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। মাঠের পারফরম্যান্সে হঠাৎ করে পথ হারানো দলটি গত রাতে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে। আর্লিং হালান্ড ও সাভিনহো করেছেন গোল দুটি।
প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে এটা প্রথম জয় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। সব মিলিয়ে ১৪ ম্যাচে তাদের এটা দ্বিতীয় জয়। এ জয়ের মাঝ দিয়ে কোচ পেপ গার্দিওলা ম্যানসিটিতে তার ৫০০তম ম্যাচটি জয়ে স্মরণীয় করে রাখলো।
এ জয়ের ফলে ম্যানসিটি পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আলোকিত করে চলেছে লিভারপুল।
ম্যাচের ২১তম মিনিটে সাভিনহোর গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ৭৪ মিনিটে আর্লিং হালান্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন। প্রিমিয়ার লিগের ক্যারিয়ারে হালান্ড সবচেয়ে বাজে সময় পার করছেন। আট ম্যাচে তার গোল সংখ্যা মাত্র দুই।
এ ম্যাচে ম্যানসিটির অবস্থা নাজুক হওয়ার শঙ্কা জেগেছিল। পেনাল্টির দাবি তুলেছিল লেস্টার সিটি। ম্যানসিটি গোলরক্ষক স্টেফান ওরতেগা লেস্টারের জেমি ভার্ডিকে ফাউল করেছিলেন। কিন্তু তার আগে অফসাইড হওয়ায় এ যাত্রায় রক্ষা পায় ম্যানসিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেও একটা দারুণ সুযোগ পেয়েছিল লেস্টার সিটি। ভার্ডির হেড করার বল গোল লাইন অতিক্রম করার মুহুর্তে ফেরত পাঠান ম্যানুয়েল আকাঞ্জি।
ম্যাচ শেষে পেপ গার্দিওলা ও লেস্টার সিটি কোচ রুদ ফন নিস্তেলরয় এক অপরকে শুভেচ্ছা জানান।