শেষ হলো অপেক্ষা—ফিনালিসিমার ভেন্যু ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে। ২০২৬ সালের মার্চ মাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দুই মহাদেশের সেরা দলের বহুল প্রতীক্ষিত এই লড়াই অনুষ্ঠিত হবে কাতারের দোহায় অবস্থিত লুসাইল স্টেডিয়ামে। এখানে ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা জিতেছিল তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা।
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে জমজমাট এই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৮ মার্চ। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এই ফিনালিসিমা ফুটবল বিশ্বে নতুন মাত্রার উন্মাদনা তৈরি করেছে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে ইতোমধ্যে পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অপরদিকে স্পেনও সাম্প্রতিক ম্যাচে জর্জিয়াকে হারিয়ে নিজেদের অবস্থান পোক্ত করেছে। দুটি ফুটবল সংস্থাই এখন ফিনালিসিমার আয়োজন নিয়ে কাজ করে যাচ্ছে।
গত কয়েক মাসে সম্ভাব্য ভেন্যুর তালিকায় ছিল ইংল্যান্ডের ওয়েম্বলি, সৌদি আরবের রিয়াদ ও উরুগুয়ের মন্টেভিডিও। কিন্তু শেষ পর্যন্ত আয়োজকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে কাতারের লুসাইল স্টেডিয়াম। এখানেই হতে যাচ্ছে দুই মহাদেশের সেরা দলের মোকাবিলা।
বিশ্বকাপের আগের এই মহারণে চোখ থাকবে বিশেষ করে লিওনেল মেসি ও স্প্যানিশ তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের দিকে। অনেকেই ইয়ামালকে মেসির যোগ্য উত্তরসূরী বলে মনে করছেন। ফলে অভিজ্ঞতার বিপরীতে তরুণ মেধার লড়াই দেখার আগ্রহ তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে।
ফিনালিসিমা আসলে আর্তেমিও ফ্রাঞ্চি কাপের আধুনিক রূপ, যা প্রথম শুরু হয়েছিল ১৯৮৫ সালে। ১৯৯৩ সালের পর দীর্ঘ বিরতিতে ২০২২ সালে পুনরায় ফিরে আসে এই আয়োজন। প্রথম আসরেই ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এবারও সেই শিরোপা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















