অবশেষে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা বাফুফে’র

অবশেষে দল ঘোষণা করল বাফুফে

অবশেষে দল ঘোষণা বাফুফে’র

নেপালের বিপক্ষে প্রীতি এবং ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ফুটবলের ম্যাচের জন্য গত ৩০ নভেম্বর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। অনুশীলন শুরুর প্রায় এক সপ্তাহ পর আজ (০৫ নভেম্বর) আনুষ্ঠানিক দল ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে।

আগামী ১৩ নভেম্বর ঢাকা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং একই ভেন্যুতে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সেই লক্ষ্যে ৩০ অক্টোবর সন্ধ্যা থেকে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়।

একদিন পর সহকারী কোচ হাসান আল মামুন ক্যাম্পে যোগ দেন। ৫ দিন ক্যাম্প চলার পর আজ (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আসন্ন এ দু’টি ম্যাচের জন্য আনুষ্ঠানিকভাবে ২৭ জনের দল ঘোষণা করেছে।

নিয়মের ব্যত্যয় দেখা গেছে নিয়মিত

প্রচলিত নিয়ম অনুযায়ী ক্যাম্প শুরুর আগেই প্রাথমিক দলের নাম জানিয়ে দেয়া হয়। কিন্তু হ্যাভিয়ের ক্যাবরেরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই নিয়মের ব্যত্যয় দেখা গেছে নিয়মিত। গতকাল (মঙ্গলবার) স্পেন থেকে ফিরেছেন ফুটবল দলের প্রধান কোচ ক্যাবরেরা। ক্যাম্প শুরু হয়ে গেলেও দল ঘোষণা না হওয়াতে সাংবাদিকদের প্রশ্নে বিদ্ধ হয়েছেন তিনি। এরপরই আজ দল ঘোষণা করেছে বাফুফে।

বাফুফে সচিবালয় ও ম্যানেজারের কাছে একটি তালিকা ছিলই। ২৬ জন নিয়ে ক্যাম্পটি শুরু হওয়ার কথা। কিন্তু দল ঘোষণার পর আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেনও ঠাঁই পেয়েছেন। অবশ্য ৩০ অক্টোবর ক্যাম্প শুরুর পরদিনই তাকে ডাকা হয়েছিল।

অক্টোবরে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল ছিল ২৮ জনের। এবারের ঘোষিত দলে সেবার স্কোয়াডে থাকা মোহামেডান ডিফেন্ডার মেহেদি হাসান বাদ পড়েছেন। এছাড়া ফরোয়ার্ড সুমন রেজা ও ফাহমিদুল ইসলাম নেই। টানা দুই ম্যাচে হলুড কার্ড দেখার কারণে ফাহমিদুল থাকবেন না তা অবশ্য আগেই জানা ছিল সবার। এ কয়েকজনের বদলেই মূলত জায়গা পেয়েছেন গোলরক্ষক পাপ্পু ও ডিফেন্ডার শাকিল হোসেন।

আজও ক্যাবরেরার অধীনে ১৫ ফুটবলার অনুশীলন করেছেন। বাংলাদেশ ফুটবলের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠা হামজা চৌধুরী ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠা শমিত সোম এখনও বাংলাদেশে আসেননি। হামজা ১০ নভেম্বর ও শমিত ১২ নভেম্বর ঢাকায় আসতে পারেন। আর স্কোয়াডে থাকা বসুন্ধরা কিংসের ১০ জন ফুটবলার আসবেন ৭ নভেম্বর।

বাংলাদেশ জাতীয় ফুটবল স্কোয়াড

গোলরক্ষকঃ মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদি হাসান শ্রাবণ।

ডিফেন্ডারঃ তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, তারিক কাজী, শাকিল হোসেন, রহমত মিয়া, শাকিল আহাদ তপু ও আব্দুল্লাহ ওমর।

মিডফিল্ডারঃ সোহেল রানা, মোঃ সোহেল রানা, জামাল ভূঁইয়া, কাজেম শাহ, হামজা চৌধুরী, শমিত সোম, মোরসালিন ও হৃদয়।

ফরোয়ার্ডঃ রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, ইব্রাহিম ও আল আমিন।

Exit mobile version