এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো গোলরক্ষক। ইতিহাসগড়া মার্তিনেজের ছায়া হয়ে ছিলেন দলের আরেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। যাকে নিয়মিত স্কোয়াডে ডাকা হলেও বেশির ভাগ সময় রাখা হয়েছে বেঞ্চে।
অবশ্য মার্তিনেজের সাথে আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য এই ৩৭ বছর বয়সী গোলকিপার। অবশেষে অবসরের ঘোষণা দিলেন আরমনি। তিনি জানিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জাতীয় দলের অভিষেকের পর ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আরমানি। যার মধ্যে ৮টি ম্যাচে গোলপোস্টকে অক্ষত রাখেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই হলুদকার্ড দেখেছেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















