অবিশ্বাস্য এক ম্যাচ। নাটকীয়তার সবকিছুতেই পরিপূর্ণ। সব মিলিয়ে আতলেতিকো মাদ্রিদের মাঠে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়ে রিয়াল মাদ্রিদ। প্রথম মিনিটে আতলেতেকিা মাদিদ্রের গোল, ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস, টাইব্রেকারে হুলিয়ান আলভারেজের গোল বাতিল। সব মিলিয়ে ভয়ঙ্কর এক ম্যাচ শেষে টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ৪-২ গোলে জয় রিয়াল মাদ্রিদের।
নির্ধারিত সময়ের খেলায় আতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের প্রথম মিনিটে গোল পেয়েছিল আতলেতিকো। ম্যাচ শুরু হতে না হতেই গোল পেয়ে যায় তারা। ২৭ সেকেন্ডে গোল করেন কনর গ্যালাঘার। আতলেতিকোর সবচেয়ে দ্রুততম গোল। আর রিয়ালের জন্য ২০১০ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে তাদের হজম করা দ্রুততম গোল। এ গোলের ফলে ম্যাচ ২-২ গোলে শেষ হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, জুডে বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে ও অ্যান্তোনিও রুডিগার গোল করেন। অন্যদিকে আতলেতিকোর হয়ে আলেক্সান্দার সরলোথ ও আনহেল কোরেয়া গোল করেন। হুলিয়ান আলভারেজ গোল করলেও তা বাতিল হয়। ডান পায়ে শট নেওয়ার আগমুহুর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আলভারেজ। আর তখন তার বাম পা বলে লেগে যায়। ফলে ডাবল টাচ হওয়ায় গোল বাতিল হয়। আর এ বাতিল হওয়া গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
টাইব্রেকারে জয় পাওয়ায় ভিনিসিয়ুস জুনিয়র ট্রাজিক হিরো হওয়া থেকে রেহাই পেয়েছেন। পেনাল্টি মিস করেছিলেন তিনি। কিন্তু টাইব্রেকারে জয় তাকে রক্ষা করেছে।