অভিযুক্ত এমবাপ্পের পাশে রিয়াল মাদ্রিদ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে সুইডেনের রাজধানী স্টকহোমে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সুইডিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ অক্টোবর বন্ধুদের সঙ্গে স্টকহোমে ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটে। এক নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও, এমবাপ্পের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করা হয়েছে।

রিয়াল মাদ্রিদ ক্লাব সরাসরি কোনো মন্তব্য না করলেও, এমবাপ্পের পাশে থাকার বার্তা দিয়েছে। ক্লাবের ভেতরকার একটি সূত্র দাবি করেছে, এই অভিযোগ ‘খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি’।

তবে ধর্ষণের অভিযোগের পর রিয়ালের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস এমবাপ্পের ছবি তাদের প্রচারণা থেকে সরিয়ে ফেলার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়। রিয়াল মাদ্রিদ এ বিষয়ে স্পষ্ট করেছে যে, এমবাপ্পের বুটের স্পনসর হচ্ছে নাইকি, যা অ্যাডিডাসের প্রতিদ্বন্দ্বী। তবে এই যুক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নের জন্ম দিয়েছে।

এমবাপ্পের আইনজীবী মারি-আলিক্স কানু-বের্নাদ জানান, এমবাপ্পে এই অভিযোগে সম্পূর্ণ নিরুদ্বেগ এবং কোনো ধরনের অপরাধ তিনি করেননি। তিনি আরও বলেন, এমবাপ্পে এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মানহানির মামলা করবেন।

তদন্ত চলাকালীনও এমবাপ্পে রিয়ালের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং ক্লাবের হয়ে খেলতেও প্রস্তুত। তিনি সম্প্রতি জাতীয় দলের ম্যাচে না খেললেও, শনিবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version