অভিষেকেই গোল করে ট্রফি জিতলেন দিয়াজ

জার্মান সুপার কাপ

বায়ার্ন মিউনিখের হয়ে মাঠে নেমেই সাফল্যের ষোলোকলা পূর্ণ করেছেন লুইস দিয়াজ। গোল করেছেন, জিতেছেন শিরোপাও। তার গোলে জার্মান সুপার কাপ জয় করেছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে তারা হারিয়েছে ২-১ গোলে।

জার্মান ফুটবলে মৌসুমের সবচয়ে কম গুরুত্বপূর্ণ ট্রফি এটি। তারপরও শিরোপা জয়ে শুরু হয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মিশন।

দিয়াজ গত মাসে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেন। হ্যারি কেনও গোল করেছেন। তার গোলেই বায়ার্ন মিউনিখ এগিয়ে যায়। ১৮তম মিনিটে গোলটি করেন তিনি। ৭৭ মিনিটে দিয়াজের গোলে জয় নিশ্চিত হয় বায়ার্নের। ম্যাচের একেবারে অন্তিম মুুহুর্তে জেমি লিউয়িং গোল করে ব্যবধান কমান।

বায়ার্নের এ জয়ে ম্যানুয়েল নয়্যারের অবদান কম নয়। স্টুটগার্টের হয়ে একমাত্র গোল করা লিউয়িং ৭৫ মিনিটে গোল করার দারুণ একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু নয়্যার তাকে গোল থেকে বঞ্চিত করেন। দারুণ দক্ষতায় নয়্যার রুখে দেন লিউয়িংয়ের শট।

Exit mobile version