অভিষেকে নাটকীয় জয় রদ্রিগো পলের

ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়ে গেলো রদ্রিগো দি পলের। আর অভিষেক হয়েছে জয়ে। তবে স্বস্তির নয়, বরং কঠিন এক ম্যাচে মায়ামির হয়ে ক্যারিয়ার শুরু হলো বিশ্বকাপ জয়ী এ আর্জেন্টাইন তারকার। নাটকীয় জয় বললে ভুল হবে না। নিশ্চিত পয়েন্ট হারানোর ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে মায়ামি। আটলাসকে হারিয়ে লিগস কাপের লিগ পর্বের ম্যাচে শুভ সূচনা হয়েছে ইন্টার মায়ামির।

ইনজুরির সময়ের ষষ্ঠ মিনিটে তারা জয়সূচক গোল পায়। তার আগে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। গোলশূন্য প্রথমার্ধের পর তালাসকো সেগোভিয়ার গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। কিন্তু হোসে লাজানো ৮০ মিনিটে গোল করে খেলায় সমতা ফিরিয়ে এনেছিলেন। তার এ গোলে ইন্টার মায়ামি শিবিরে উদ্বেগ ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু লিওনেল মেসির চমৎকার পাসে সব উদ্বেগ উড়ে যায়। মায়ামির প্রথম গোলেরও রূপকার ছিলেন মেসি।

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেটস ও ইহোর্দি আলবাকে নিয়ে আক্রমণভাগ সাজালেও আটলাস তাদেরকে বেশ ভালোভাবেই আটকে রেখেছিল। এ আক্রমণভাগের সঙ্গে বিশেষ করে মেসির সঙ্গে বেশ ভালোভাবে যোগাযোগ স্থাপন করেছিলেন ডি পল। মেসি জাতীয় দলের সতীর্থ হওয়ায় তার সঙ্গে বোঝাপড়ায় কোনো সমস্যা হয়নি। মেসির সঙ্গী হয়ে একবার বিশ্বকাপ ও দুইবার কোপা জয়ের স্মৃতি রয়েছে তারা। তাছাড়া স্প্যানিশ লিগে সুয়ারেজের সঙ্গেও মাঠে নেমেছেন পল।

লিগস কাপে মায়ামি পরবর্তী দুই ম্যাচে নেকাক্সা ও পুমাসের বিরুদ্ধে খেলবে। আশা করছে তারা নক আউট রাউন্ডে খেলতে পারবে ২০২৩ সালের শিরোপা জয়ী দলটি।

Exit mobile version