হঠাৎ করেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেষ্টার সিটি ছেড়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দেন জুলিয়ান আলভারেজ। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৯২ কোটি টাকার চুক্তিতে বিশ্বকাপজয়ী এই তারকাকে নেয় লা লিগার দলটি। নিজের নতুন ক্লাবে শুরুটা মোটেও ভালো হলো না এই আর্জেন্টাইনের।
অভিষেক ম্যাচে শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন আলভারেজ। পুরো সময়টাতেই মাঠে দেখা মেলেনি চিরচেরা আলভারেজের। দলকে এনে দিতে পারেননি প্রত্যাশিত জয়সূচক গোলটি। এতে করে শেষ পর্যন্ত ভিয়ারিয়ালের বিপক্ষে এস্তাদিও দে লা সেরামিকায় ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আতলেতিকোকে।
ম্যাচশেষে অবশ্য সন্তুষ্টিই প্রকাশ করেছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। কিছু ব্যক্তিগত ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, তবে দল হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।’