অভিষেক রাঙালেন এমবাপ্পে; শিরোপা জিতে মৌসুম শুরু রিয়ালের

ইউরোপীয় ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর এক ম্যাচের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ী দুই দল। নতুন মৌসুম শুরুর আগে সেই লড়াইয়ে ষষ্ঠবার ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ। একই সাথে সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড নিজেদের করে নিল গ্যালাকটিকোরা। ছাড়িয়ে গেল পাঁচবার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে।

এই ম্যাচ দিয়ে স্বপ্নের রিয়াল মাদ্রিদে অভিষেক হল এমবাপ্পের। রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচের পঞ্চদশ মিনিটে দারুণ সুযোগ পায় রিয়াল। অবশেষে দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। বেলিংহ্যামের পাস বক্সে খুঁজে পায় ভিনিসিয়ূসকে। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাসে ফাঁকা জালে বল পাঠান।

ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিষিক্ত এমবাপ্পে। বেলিংহ্যামের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। তবে ৮৩তম মিনিটে এমবাপ্পেকে তুলে ব্রাহিম দিয়াসকে নামান অ্যানচেলত্তি। শেষ দিকে তুলে নেওয়া হয় বেলিংহ্যাম ও ভিনিসিয়ূসকেও।

তবে জয় নিয়ে ভাবতে হয়নি রিয়ালকে। উল্লেখ্য’ আগামী রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে অ্যানচেলত্তির দল।

Exit mobile version