অর্ধ শতাব্দিরও বেশি সময় পর বড় ধরণের কোনো ট্রফির দেখা পেয়েছে ইতালিয়ান ক্লাব বোলোনিয়া। বুধবার রাতে তারা এসি মিলানকে হারিয়ে জয় করেছে ইতালিয়ান কাপ। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে বোলোনিয়া ১-০ গোলে জয় পেয়েছে। একমাত্র গোলটি করেন ড্যান নোয়ে।
৫১ বছরের মধ্যে এটা বোলোনিয়ার প্রথম বড় শিরোপা জয়। ১৯৭৪ সালে সর্বশেষ বোলোনিয়া বড় ধরণের ট্রফি জয় করেছিল। জিতেছিল এই ইতালিয়ান কাপ। এবারের শিরোপা জয়ের মাঝ দিয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
দুর্ভাগ্য বলা যায় এসি মিলানের। শিরোপা জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট ছিল দলটি। গত ৯ মে সেরি আ’র লড়াইয়ে নিজেদের মাঠের খেলায় এই বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল এসি মিলান। তারই সুবাদে শিরোপা জয়ের সুবাস পাচ্ছিল দলটি। কিন্তু এ ম্যাচে এসি মিলানের সমর্থকদের হতাশায় ডোবায় বোলিনিয়া।
এবারের শিরোপা জয়ের মাঝ দিয়ে কোচ ভিসেঞ্জা ইতালিয়ানো কোনো প্রতিযোগিতার ফাইনাল জয়ের কৃতিত্ব দেখালো। ২০২৩ সালে ইতালিয়ান কাপ জয়ের পর এর মাঝে তার দল দুইবার ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে হেরে যায়।
এদিকে এ হারের ফলে একটা হতাশার মৌসুম পার করতে হচ্ছে এসি মিলানকে। গত জানুয়ারিতে সুপারকোপা জয় একমাত্র শিরোপা তাদের। সেরি আ’তে তাদের অবস্থা মোটেও স্বস্তিদায়ক নয়। ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে দলটি। লিগে চতুর্থ স্থানে থাকা জুভেন্টাসের সঙ্গে তাদের ব্যবধান চার পয়েন্টের। চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পাওয়াটা তাদের জন্য এখন এক অসম্ভব পথ। মাত্র দুই রাউন্ড খেলা বাকি। এ অবস্থায় কয়েক ধাপ টপকে চতুর্থ স্থানে আসা কঠিন।
