অলিম্পিক ফুটবলের ফাইনালে রাতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স

স্বর্ণ জয়ের লড়াই দিয়ে পর্দা নামতে যাচ্ছে অলিম্পিক ফুটবলের। ফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে স্পেন। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। এরপর ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে স্প্যানিশরা। এবার আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তারা। তবে এবারে স্বাগতিকদের মাঠে কঠিন পরীক্ষা দিতে হবে স্পেনকে।

এর আগে গত সোমবার (৬ আগস্ট) প্রথম সেমিফাইনালে মরক্কোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন।

দ্বিতীয় সেমিফাইনালে দুর্বল মিশরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।

Exit mobile version