আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোনিও রুদিগার ও দানি সেবালসকে জরিমানা করেছে উয়েপা। এমবাপ্পেকে ৩০ হাজার, রুদিগারকে ৪০ হাজার ও সেবারসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে সংস্থাটি। অভিযুক্তের তালিকায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি।
এমবাপ্পে ও রুদিগারকে জরিমানা ছাড়া এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক বছরের মধ্যে আবার অভিযুক্ত হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন তারা। ফলে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলায় তাদের কোনো সমস্যা হচ্ছে না।
গত সপ্তায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোনিও রুদিগার, ভিনিসিয়ুস জুনিয়র ও দানি সেবালসের বিপক্ষে তদন্তের ঘোষণা দেয় উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে উল্লাসে ফেটে পড়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। মাত্রাতিরিক্ত আনন্দ করতে গিয়ে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সামনে অশোভন আচরণ করেন এই চার খেলোয়াড়। তাদেরকে আক্রমণাত্মক ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এ ব্যাপারে আতলেতিকো মাদ্রিদ উয়েফার কাছে রিপোর্ট করেছিল।