নাটকীয় জয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ কোরিয়া এশিয়ান কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে। শুক্রবার আল জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বেশির ভাগ সময় পিছিয়ে থাকা দক্ষিণ কোরিয়া ইনজুরি ও অতিরিক্ত সময়ে জোড়া গোল করে সেমিফাইনালে জায়গা করে নেয়। তারা জয় পায় ২-১ গোলে।
এদিন অনুষ্ঠিত অন্য কোয়ার্টার ফাইনালে জর্ডান ১-০ গোলে হারায় তাজিকিস্তানকে। আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়া ও জর্ডান মুখোমুখি হবে।
এ যেনো ২০১৫ সালের প্রতিশোধ। সে সময় ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া একই ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শিরোপা জয় করেছিল।
কোয়ার্টার ফাইনালের এবারের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য ছিল হতাশার। বিরতির আগে তারা গোল করে এগিয়ে গিয়েছিল। ক্রেগ গুডউইন করেছিলেন গোলটি। এ গোলেই তারা জয় দেখতে পাচ্ছিল। কেননা ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত তারা এ ব্যবধানে এগিয়ে ছিল। অপেক্ষায় ছিল জয়োৎসব করার। কিন্তু ইনজুরি সময়টা তাদের হতাশায় ডুবিয়ে দেয়।
৯৬ মিনিটে পেনাল্টি থেকে দক্ষিণ কোরিয়া খেলায় সমতা ফেরায়। হোয়াং হি চান করেন গোলটি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানে ১০৪ মিনিটে সন হিউং মিন গোল করে দক্ষিণ কোরিয়াকে আনন্দে ভাসিয়ে দেয়।
দক্ষিণ কোরিয়া ও জর্ডান গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল। সে ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি। ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল ম্যাচটি।