অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ; একাদশে নেই জামাল ভূঁইয়া

আগেই ইঙ্গিত ছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে থাকবেন না বাংলাদেশের দীর্ঘদিনের অধিনায়ক জামাল ভূঁইয়া। হয়েছেও তাই। কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি। অধিনায়ক ডিফেন্ডার তপু বর্মন।

তবে একাদশে ফিরেছেন ফিলিস্তিনের বিপক্ষে বাছাইপর্বের দুই ম্যাচে চোট পাওয়া ফরোয়ার্ড শেখ মোরছালিন ও ডিফেন্ডার তারেক কাজী।

অস্ট্রেলিয়ার বিপক্ষের দলের গোল পোস্ট সামলাবেন মিতুল মারমা। রক্ষণে খেলবেন তপু বর্মণ, মেহেদী হাসান, তারিক কাজী, ঈসা ফয়সাল ও সাদউদ্দিন। আর মধ্যমাঠে খেলবেন মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র ও সোহেল রানা জুনিয়র। আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন ও শেখ মোরছালিন।

৫-৩-২ ফরম্যাশনে খেলবে বাংলাদেশ। আজ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিকভাবে অভিষেক হচ্ছে বায়ার্ন মিউনিখের নেস্ট্রয় ইরেনকুন্ডার। অস্ট্রেলিয়ার আজ শক্তিশালী একাদশ, কোনো ঝুঁকি নিচ্ছে না তারা।

গ্রুপের প্রথম ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ।

Exit mobile version