ইংলিশ প্রিমিয়ার লিগের একটা সময়ের দাপুটে দল ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না। ম্যাচের পর ম্যাচ পয়েন্ট হারিয়ে চলেছে। ঠিক বিপরীত অবস্থায় লিভারপুল। একের পর এক জয়ে উড়ছে দলটি। তবে রোববার রাতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দেখা গেল ভিন্ন চিত্র। অ্যানফিল্ডে লিভারপুলকে জিততে দেয়নি ম্যানইউ। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
লিভারপুলকে রুখে দিলেও পয়েন্ট টেবিলে ম্যানইউয়ের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে রয়েছে। অন্যদিকে নেতৃত্বেই রয়েছে লিভারপুল। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ২০ ম্যাচে ৪০ পয়েন্ট।
ম্যাচে দারুণ খেলা উপহার দিলেও আরো একটা ম্যাচে শূন্য হাতে ফেরার উপক্রম হয়েছিল ম্যানইউয়ের। ৮০ মিনিট পর্যন্ত তারা ২-১ গোলে পিছিয়ে ছিল। ম্যাচটা যে ম্যানইউ হারতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু এ সময়ে দারুণ এক গোলে অ্যানফিল্ডে উত্তেজনা ফিরিয়ে আনেন আমাদ। ম্যাচ ২-২ গোলে শেষ হয়।
ম্যাচের শেষ গোল যেমন ম্যানইউ করেছে তেমনি প্রথম গোলও তারা করেছিল। ৫২মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের করা গোলে ম্যানইউ এগিয়ে গিয়েছিল। কিন্তু এই গোলের হাসি খুব একটা স্থায়ী হয়নি। ৫৯ মিনিটে কোডি গাকপোর গোলে ম্যাচে ফিরে আসে লিভারপুল। শুধু তাই নয়, ৭০ মিনিটে মোহাম্মদ সালাহ পেনাল্টি থেকে গোল করে খেলায় লিভারপুলকে এগিয়ে নেন।
আমাদের গোলে ম্যাচ ২-২ গোলে সমতায় আসার পর উভয় দলই জয়ের সুযোগ পেয়েছিল। লিভারপুল যেমন সুযোগ নষ্ট করেছে তেমনি ম্যানইউও। ম্যাচের একেবারে শেষ শটে গোল পেতে পারতেন ম্যানইউয়ের হ্যারি ম্যাগুয়ের। কিন্তু তিনি ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন।